শামীম আলম, জামালপূর জেলা সংবাদদাতা; জেলার  বকশীগঞ্জে বন্যার পানিতে ডুবে মাহিন মিয়া (১১) ও বৃষ্টির পানি জমে থাকা সোহান মিয়া(৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃস্পতিবার ( ২৩ জুলাই  ২০২০) দুপুরে পৌর শহর এলাকায় পৃথক পৃথক এসব ঘটনা ঘটে।

মৃত মাহিন মিয়া বকশীগঞ্জ পৌর এলাকার মেষেরচর এলাকার আকতার হোসেনের ছেলে ও সোহান মিয়া সীমারপাড়া গ্রামের তুফান মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, দুপুর ১২টার দিকে মাহিন মিয়া বাড়ির পাশে বন্ধুদের সাথে বন্যার পানিতে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর তাকে পাওয়া না গেলে বকশীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল দুই ঘন্টা অভিযান চালিয়ে দুপুর আড়াই দিকে মাহিনের মরদেহ উদ্ধার করে।

অপরদিকে দুপুর ১টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার সীমারপাড় এলাকায় ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে খেলা করছিল সোহান। খেলার এক পর্যায়ে ডোবায় গভীরে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর থেকে সোহানের পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ডুবে যাওয়া দুই শিশু’র

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম.জামশেদ খোন্দকার।

আমাদের বাণী ডট কম/২৩  জুলাই ২০২০/পিপিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।