ডেস্ক রিপোর্ট, ঢাকা;  বাংলাদেশে করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি দেখে হতাশা প্রকাশ করেছে ঢাকায় সফররত চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল।

আজ রবিবার (২১ জুন ২০২০) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিক্যাব) সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে তারা হতাশা প্রকাশ করেন।

  • চীনের বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশের জনগণের মধ্যে সচেতনতা খুবই কম। এছাড়া নমুনা পরীক্ষাও খুবই কম হচ্ছে। তবে কম সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়ে তারা (বাংলাদেশ) অসাধারণ কাজ করে যাচ্ছেন।

সফরকালে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলটি করোনায় আক্রান্ত রোগীদের পরিদর্শন করে এবং বিভিন্ন হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার ও নমুনা পরীক্ষা করার কেন্দ্রগুলোতে কাজ করে। তারা করোনা নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য বাংলাদেশকে প্রয়োজনীয় নির্দেশনা ও প্রযুক্তিগত পরামর্শ দেয়।

  • করোনার চিকিৎসায় বাংলাদেশকে সহযোগিতা করার জন্য গত ৮ জুন ঢাকায় আসে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলটি। ডা. লি ওয়েনশিউর নেতৃত্বাধীন প্রতিনিধিদলে চিকিৎসক, নার্সসহ সংক্রামক ব্যাধি নিরোধ বিশেষজ্ঞরা রয়েছেন। আগামীকাল রোববার তারা চীনে ফিরে যাবে।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২১   জুন ২০২০) তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৪৬৪  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৩১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ১২  হাজার ৩০৬ জনে। আজ নমুনা পরীক্ষা হয়েছে মাত্র ১৫৫৮৫ টি যা গতদিনে ছিল ১৪০৩১ ।দেশজুড়ে ৬০টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৭১০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৫৮৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ছয় লাখ ১২ হাজার ১৬৪টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৫৩১ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ১২ হাজার ৩০৬ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৯ জন। এ নিয়ে মোট মারা গেলেন এক হাজার ৪৬৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮৪ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৫ হাজার ৭৭ জন।

আমাদের বাণী ডট কম/২১  জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।