ডেস্ক রিপোর্ট, ঢাকা; এবারের বাজেটে প্রাথমিকে ২৪ হাজার ৯৩৮ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২০) বিকাল তিনটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হওয়ার পর অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল বাজেট বক্তব্য শুরু করেন।

এ সময় স্পিকার অর্থমন্ত্রীকে চাইলেই বসে বাজেট পেশ করতে পারবেন বলে অনুমতি দেন। এ বাজেট বক্তব্যের মধ্য দিয়ে আসন্ন ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ সম্পন্ন হবে।

বাজেট বক্তব্যের কিছু অংশ তিনি পঠিত বলে গণ্য করার অনুরোধ করেন অর্থমন্ত্রী। এছাড়া তিনি স্পিকারের অনুমতি নিয়ে বাজেট বক্তব্যের বিভিন্ন অংশ ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করছেন।

 ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬৬ হাজার ৪০০ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ৫ হাজার ২৪২ কোটি টাকা বেশি। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৬১ হাজার ১১৮ কোটি টাকা। এ হিসাবে আর শতাংশের হিসাবে শিক্ষায় বরাদ্দ বেড়েছে ৮ দশমিক ৬৪ শতাংশ।

আমাদের বাণী ডট কম/১১ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।