আব্দুল মোতাল্লিব, রাজশাহীর পবা উপজেলার নওহাটি শের-ই বাংলা স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী। তার বাবা আব্দুর রব একটি এমপিওভুক্ত বেসরকারি কলেজের প্রভাষক। কিন্তু এমপিও না থাকায় মোতাল্লিবের বাবা কলেজ থেকে সরকারি অংশের টাকা পান না। তাই তার বাবা লোক লজ্জার ভয়ে মোতাল্লিবকে স্কুলে নিয়ে যেতে পারেন না। বাবার এমপিওভুক্তির আকুতি জানিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণমূলক হাতে লিখিত একটি চিঠি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

মাননীয় প্রধানমন্ত্রী

আমার সালাম নিবেন। আমি আব্দুল মোতাল্লিব, পবা উপজেলার নওহাটি শের-ই বাংলা স্কুলে প্লে শ্রেণিতে পড়ি। রোল নং৬৪। আমার বাবা কলেজের প্রভাষক। আমার সহপাঠীরা সুন্দরভাবে তাদের আম্মু কিংবা আব্বুর সাথে স্কুলে আসে। আর আমাকে একা একা স্কুলে আসতে হয়। আমার আব্বুকে স্কুলে নিয়ে আসার কথা বললে আমার আম্মু প্রায়ই বলে` আব্বু, তোমার বাবা যে কলেজে চাকরি করে সেখানে সব শিক্ষকের বেতন আছে কিন্তু তোমার বাবার এখনো বেতন হয়নি। আগে তোমার বাবার বেতন হোক তখন আমি বা তোমার আব্বু স্কুলে নিয়ে যাব।বারবার নিজের কাছে প্রশ্ন জাগে আমার বাবার অপরাধ কি? কেনো আমার বাবার বেতন হবে না?মমতাময়ী মায়ের (প্রধানমন্ত্রী)কাছে আমার আবেদন বাবার বেতনের বিষয়টি সুদৃষ্টিতে দেখবেন এবং আমাকে আমার সহপাঠীদের সাথে সমানভাবে চলার সুযোগ করে দিবেন।

ইতি
আব্দুল মোতাল্লিব
পিতার নাম:আব্দুর রব
শের-ই বাংলা স্কুল
পোস্ট: নওহাটী
থানা: পবা
জেলা:রাজশাহী

http://www.educationbangla.com/media/PhotoGallery/2019March/acity20190525054556.jpg

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।