অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা; জেলার বালিয়াকান্দিতে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা এবং মাস্ক না পরিধান করায় ব্যবসায়ী ও পথচারীকে জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন ২০২০)  দুপুরে উপজেলার বেরুলি বাজার এবং সোনাপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আবু দারদা।
 
এসময় স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা এবং মাস্ক না পড়ে বাজারে চলাফেরা করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় দুজন ব্যবসায়ী এবং একজন পথচারীকে মোট ৭ হাজার ৪ শত ৫০ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস. এম. আবু দারদা জানান, এলাকায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সঠিকভাবে মাস্ক পরে বাহিরে চলাফেরা করতে স্থানীয় মানুষজনকে সচেতন করা হয়েছে।করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সকলের সহযোগিতায় এধরনের কার্যক্রম চলমান থাকবে।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন সেনাবাহিনীর সদস্যবৃন্দ।
আমাদের বাণী ডট কম/১৮  জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।