“ বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি” এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞান মেলা এবং ৪০ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা অডিটোরিয়ামে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, একাডেমিক সুপার ভাইজার মো. মিয়াদ হোসেন, জাইকা প্রতিনিধি মো. রাশেদুজ্জামান প্রমূখ বক্তব্যে রাখেন।

আলোচনা সভা শেষে ২৫ মার্চ ও ২৭ মার্চ দুই দিন ব্যাপী বালিয়াকান্দি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞান মেলায় উপজেলার ৪ টি কলেজ ও ১৬টি মাধ্যমিক স্কুল অংশ গ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।