আলমগীর হোসেন প্লাবন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা; জেলার সোনারগাঁ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে উপজেলার জামপুর ইউনিয়নে ৫ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। এছাড়া মেয়েটির লেখাপড়া চালিয়ে নেয়ার দায়িত্ব নেন নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম।

আজ শুক্রবার (১২ জুন ২০২০) দুপুরে উপজেলার জামপুর পেচাইন এলাকায় এ বিবাহটি বন্ধ করা হয়।

জানা গেছে, উপজেলার জামপুর পেচাইন এলাকায় ৫ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্যবিবাহ দেয়ার জন্য বিয়ের সকল প্রস্তুতি সর্ম্পূণ করে তার পরিবার।

খবর পেয়ে স্থাণীয় জনপ্রতিনিধিদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম বাল্যবিবাহটি বন্ধ করে দেন এবং মেয়েটিকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দেয়া যাবে না বলে মেয়েটির বাবার মুচলেকা নেয়া হয়। এছাড়া মেয়েটির লেখাপাড়ার সকল দায়িত্ব উপজেলা নির্বাহী অফিসার বহন করবে বলেও মেয়েটির পরিবারকে আশ্বাস প্রদান করেন।

আমাদের বাণী ডট কম/১২ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।