হবিগঞ্জ সংবাদদাতা;  একজন বিচারক ও ১৩ কর্মচারী করোনায় আক্রান্ত শনাক্ত হওয়ায় হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) আদালতের কার্যক্রম আগামী ১১ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

  • গতকাল বৃহস্পতিবার (০২ জুলাই ২০২০) হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল স্বাক্ষরিত এক নোটিশে আদালতটির কার্যক্রম স্থগিত করা হয়।

একইসঙ্গে ১১ জুলাই পর্যন্ত সময়ে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে আজমিরীগঞ্জ চৌকি আদালতে দায়িত্ব পালনের মাধ্যমে জেনারেল ফাইল নিষ্পত্তির ৪ জন বিচারককে নির্দেশ দেওয়া হয়।

  • নোটিশে বলা হয়, একজন বিচার বিভাগীয় কর্মকর্তা ও ১৩ জন কর্মচারী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। যা দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীর মোট সংখ্যার ২০ শতাংশ। এছাড়া ৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তাসহ বেশ কিছু কর্মচারী হবিগঞ্জ করোনার রেড জোনে বসবাস করছেন। এসব কারণে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিয়মিত স্বাভাবিক কার্যক্রম ৩ জুলাই থেকে আগামী ১১ জুলাই পর্যন্ত স্থগিত করা হলো।

বিচারকসহ আক্রান্ত সবাই আইসোলেশনে রয়েছেন। অন্যদিকে আক্রান্তদের সংস্পর্শে আসা আরও ২০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে আদালতের একটি সূত্র জানিয়েছে।

  • গত ২৩ এপ্রিল করোনা পরীক্ষার জন্য নমুনা দেন হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছমা আক্তার। সাতদিন পর ১ জুলাই সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে তার নমুনায় কোভিড-১৯ পজিটিভ আসে। একইদিন আদালতটির আরো ১৩ জন কর্মচারী করোনা আক্রান্ত শনাক্ত হন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০২ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩৮  জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৯২৬  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪  হাজার ১৯ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৩ হাজার ২৭৭ । আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৮  হাজার ৩৬২ টি যা গতদিনে ছিল ১৭ হাজার ৮৭৫ টি । ৭০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮,৩৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ৮,০২,৬৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৪৩৩৪ জন, এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৬৬ ৪৪২ জন। নতুন করে মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ৬ জন নারী।

আমাদের বাণী ডট কম/০২  জুলাই  ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।