ডেস্ক রিপোর্ট, ঢাকা;   ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় মৃত পরিবারকে দেড় লাখ টাকা করে দেয়া হবে।

এছাড়া লাশ দাফনের জন্য নগদ ১০ হাজার টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ।

এর আগে সোমবার সকালে বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনা ঘটে। আরেক লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ থেকে এ পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। লঞ্চ দুইটি হলো বড়টি ‘ময়ূরী-২’, ছোটটি ‘মর্নিং বার্ড’।

এদিকে লঞ্চডুবির ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

আগামী সাত দিনের মধ্যে এই কমিটিকে মন্ত্রণালয়ের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

আমাদের বাণী ডট কম/২৯ জুন ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।