এমপিভুক্তির দাবিতে বৃহস্পতিবার থেকে একযোগে আমরণ অনশন শুরু করবেন ননএমপিও শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এ দাবি আদায়ে গণঅবস্থান কর্মসূচি পালন করছেন কয়েকশ শিক্ষক-কর্মচারী। আর স্বীকৃতিপ্রাপ্ত সব প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ ও হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষকরা।

ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি সভাপতি গোলাম মাহামুদুন্নবী ডলার জানান, আগামীকাল বুধবারের মধ্যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেলে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করবেন তারা। পদযাত্রায় বাঁধা পেলে ওইসময় থেকে ফের জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন শুরু করবেন তারা।

এর আগে গত ৭ অক্টোবর সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার বিকেলে ফেডারেশনের সভাপতি গোলাম মাহামুদুন্নবী ডলার জানান, স্বীকৃতিপ্রাপ্ত ৫ হাজার ২৪৩টি শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ ও হস্তক্ষেপ কামনা করছি। আগামীকাল বুধবারের মধ্যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেলে আগামী বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করবো। পদযাত্রা ব্যর্থ হলে বা পুলিশি বাধায় প্রধানমন্ত্রীর দেখা না পেলে আগামী বৃহস্পতিবার থেকে ফের জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করা হবে।

মঙ্গলবার সকালে অবস্থানরত শিক্ষকরা জানান, স্বীকৃতিপ্রাপ্ত ৫ হাজার ২৪২টি শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ ও হস্তক্ষেপ কামনা করেছি। একই সাথে নতুন এমপিও নীতিমালা অনুসরণ করে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে পারবে না বলেও দাবি করেন শিক্ষক নেতারা।

তারা জানান, স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির অধিকার আদায়ের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করছি। নতুন নীতিমালাটি ২০১৮ খ্রিষ্টাব্দে জারি করা হলেও আমাদের প্রতিষ্ঠানগুলো নতুন না। আমরা দীর্ঘদিন ধরে পাঠদান করিয়ে আসছি। ৫ হাজার ২৪২টি প্রতিষ্ঠান স্বীকৃতি পেলেও নীতিমালার কথা বলে আমাদের দমিয়ে রাখা হচ্ছে। একাডেমিক স্বীকৃতিই এমপিও মানদণ্ড। আমরা সে হিসেবে আমাদের প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তহবে সে আশা করছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।