বেনাপোল (যশোর) সংবাদদাতা;  করোনাভাইরাসের কারণে ভারতে চলমান লকডাউনে বিভিন্ন স্থানে আটকা পড়া আরও ২১৭ বাংলাদেশী মঙ্গলবার বিকালে দেশে ফিরেছেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ফেরত আসাদের বিশেষ নিরাপত্তায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের যশোরের ঝিকরগাছা থানার গাজির দরগাহ মাদরাসায় কোয়ারেন্টাইনে নিয়ে যান।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মন্ডল বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারত থেকে ফেরত আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৪ দিন রাখা হচ্ছে। মঙ্গলবার যেসব যাত্রী দেশে এসেছেন তাদের আমরা যশোর-বেনাপোল মহাসড়কের গাজিরদরগাহ মাদরাসায় রেখেছি। সেখানে তারা ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর কারও শরীরে করোনা সংক্রামক ধরা না পড়লে তারা সরাসরি বাড়ি চলে যাবেন।

আমাদের বাণী ডট কম/১২ মে  ২০২০/পিপিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।