সোমবার (৬ মে) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ফলের পরিসংখ্যান থেকে জানা যায়, আটটি সাধারণ শিক্ষাবার্ডে ৯৪ হাজার ৫৫৬ জন, মাদরাসায় ৬ হাজার ২৮৭ ও কারিগরি শিক্ষাবার্ডে ৪ হাজার ৭৫১ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

ফলাফলে দেখা গেছে, এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে মোট আটটি শিক্ষা বোর্ডে যথাক্রমে জিপিএ-৫ পেয়েছে ঢাকায় ২৯ হাজার ৬৮৭ জন, চট্টগ্রামে ৭ হাজার ৩৯৩, সিলেটে ২ হাজার ৭৫৭, রাজশাহীতে ২২ হাজার ৭৯৫জন। যশোর শিক্ষা বোর্ডে ৯ হাজার ৯৪৮, বরিশালে ৪ হাজার ১৮৯, দিনাজপুরে ৯ হজাার ২৩ জন ও কুমিল্লায় ৮ হাজার ৭৬৪ জন শিক্ষার্থী।

এবার মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এবার এসএসসি ও সমানের পরীক্ষায় ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন। উত্তীর্ণদের মধ্যে ৮ লাখ ৬৬ হাজার ৯৪১ জন ছাত্র ও ৮ লাখ ৮২ হাজার ২২৪ জন ছাত্রী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।