ব্যাংক ও আর্থিক খাতে দুর্নীতি-লুটপাট বন্ধের দাবিতে এবং অবলোপন ও রিসিডিউলের নামে ঋণখেলাপি, ব্যাংক ডাকাতদের ঋণ মওকুফ, সুদ কমানোসহ অন্যায় সুবিধা দেয়ার প্রতিবাদে অর্থ মন্ত্রণালয় অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিলে গুলিস্তানে জিপিও’র জিরো পয়েন্টে বাধা দিয়েছে পুলিশ।

রবিবার বেলা বারোটার দিকে কর্মসূচি পালন করতে জোটের শরিক দলগুলো বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে উপস্থিত হয়। এখানে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আর্থিক প্রতিষ্ঠানে লুটপাটের জন্য দায়ী হচ্ছে অর্থ মন্ত্রণালয়। তাদের প্রশ্রয়ে এসব অনৈতিক কার্যক্রম পরিচালনায় ব্যাংকগুলি সাহস পাচ্ছে।  নির্বাচনের আগের দিন জনগণের ভোট নিয়ে নিতে পেরেছে বলে সব কিছুই এ সরকার করতে পারবে বললেই হবে না। তারা বলেন, জনগণের মধ্যে বিক্ষাভ দানা বাঁধছে। যখন তা ফুঁসে উঠবে কেই রোধ করতে পারব না। তারা অবিলম্বে ব্যাংক ও আর্থিক খাতে দুর্নীতি-লুটপাট বন্ধের কার্যকর পদক্ষেপের আহবান জানান।

সমাবেশ শেষে সোয়া একটার দিকে অর্থ মন্ত্রণালয় অভিমুখে একটি বিক্ষোভ মিছিল তোপখানা-পল্টন হয়ে জিপিও’র মোড়ে পৌছালে পুলিশের একটি দল বাধা দেয়। এখানে পুলিশ ব্যারকেড দিয়ে সামনে যেতে না দিলে নেতা কর্মীরা সেখানেই বসে পড়েন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলে, সরকার ব্যাংক লুটোরাদের বিরুদ্ধে কী করল তা দেখতে আগামী বাজের পর্যন্ত অপেক্ষা করতে চায়। এরপর সরকার কোনো পদক্ষেপ না নিয়ে বৃহত্তর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট এর সমন্বয়ক বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবি’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমুখ এখানে বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।