ময়মনসিংহ সংবাদদাতা; জেলার গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় পৌর শহরের নিচু এলাকা, চরআলগী ইউনিয়ন, পাঁচবাগ ইউনিয়ন ও টাংগাব ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সহস্রাধিক শ্রমজীবী পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

জানা যায়, পৌর শহরের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ২, ৪ ও ৮নং ওয়ার্ডে সহস্রাধিক শ্রমজীবী পরিবার বসবাস করেন। কয়েক দিনের টানা বর্ষণ ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় নদের তীরবর্তী নিচু এলাকাগুলো প্লাবিত হয়। ফলে পরিবারগুলো পানিবন্দি হয়ে পড়ে।

অনেকের বাড়ী ঘর পানিতে তলিয়ে যায়। বাধ্য হয়ে অসহায় পরিবারগুলো গৃহপালিত পশুসহ স্থানীয় ইসলামিয়া সরকারি হাই স্কুল শিবিরে আশ্রয় নেয়।

আমাদের বাণী ডট কম/30  জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।