ডেস্ক রিপোর্ট, ঢাকা;  ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে এক দিনে নতুন করে সর্বোচ্চ ১১ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নবীনগর উপজেলার জাফরপুর গ্রামে একই পরিবারের ১০ জন রয়েছেন।

জেলা সিভিল সার্জন মো. একরাম উল্লাহ জানান, ওই পরিবারটির দুজন সদস্য আগেই করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। সোমবার পরিবারটির আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৭ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। জেলা বক্ষব্যাধি হাসপাতালসহ বিভিন্ন স্থানে আইসোলেশনে আছেন ১৯ জন।

জেলার আখাউড়া ও নাসিরনগর উপজেলায় মারা গেছেন দুজন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জাফরপুরে একই পরিবারের ১২ জন করোনায় আক্রান্ত হওয়ায় সেখানে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। তারা আরও নমুনা সংগ্রহসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা জানান যে জাফরপুরের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গ্রামটি লকডাউন করার ব্যাপারে আলোচনা চলছে। এখানে প্রায় তিন হাজার জনসংখ্যা রয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৪ মে ২০২০) তথ্য অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ৩১৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ছয় হাজার ২৬০টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৮৭ হাজার ৬৯৪টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৬৮৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি গতকালের সংখ্যাকে ছাড়িয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও পাঁচজন। এ নিয়ে মারা গেছেন ১৮২ জন। এছাড়া সুস্থ হয়েছেন আরও ১৪৭ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ২১০ জন।

আমাদের বাণী ডট/০৪ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।