আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা;  ভারতে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ দিনে দিনে বেড়েই চলেছে। আজ  সোমবার (১৫ জুন ২০২০) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্য়ান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫০২ জন। এতে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৩২ হাজার ৪২৪ এ গিয়ে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩২৫ জনের মৃত্যু হয়েছে। এতে এখনও পর্যন্ত দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৫২০ জনে। খবর এনডিটিভির

ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে মহারাষ্ট্রে। সেখানে মোট আক্রান্ত ১ লাখ ৭ হাজার ৯৫৮ জন। এর পরেই রয়েছে তামিলনাড়ু, দিল্লি ও গুজরাট।

এদিকে দেশের রাজধানী দিল্লিতে যেভাবে প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে তা নিয়ে উদ্বিগ্ন দেশটির কেন্দ্রীয় সরকারও। সোমবারই দিল্লির করোনা পরিস্থিতি মোকাবিলায় সর্বদলীয় বৈঠকে বসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের। পাশাপাশি দিল্লির সঙ্গে হরিয়ানা ও উত্তরপ্রদেশের সীমান্ত অঞ্চলের কিছু অংশের সংক্রমণ মোকাবিলা নিয়েও আলোচনা হওয়ার কথা।

তবে ভারতে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের সংখ্যা বাড়তে থাকায় একে আশার আলো হিসেবে দেখছেন অনেকেই। প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে ভারতে এখন পর্যন্ত সুস্থ জীবনে ফিরে গেছেন ৫১.০৭ শতাংশ রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে মোট ১ লাখ ৬৯ হাজার ৭৯৮ জন করোনাভাইরাসের সংক্রমণ থেকে পুরোপুরি সেরে উঠেছেন।

উল্লেখ্য, বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা ৮০ লক্ষ ছুঁইছুঁই। করোনার সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ৭৯ লাখ ৯৫ হাজার ৮৭৭। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৫ হাজার ৫৯৮। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ লাখ ২৮ হাজার ৩১৮ জন। এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে মৃত্যু হয়েছে ১ লাখ ১৭ হাজার ৮৫৮ জনের। আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৬২ হাজার ২২৮ । আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেখানে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে, এখন মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৬৭ হাজার ৮৮২ জন, মৃত্যু হয়েছে ৪৩ হাজার ৩৮৯ জনের। মৃতের নিরখেও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। আক্রান্তের সংখ্যায় ব্রাজিলের পরেই রয়েছে রাশিয়া। সেখানে ৫ লাখ ২৮ হাজার ৯৬৪ মানুষ করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ৬ হাজার ৯৪৮ জনের।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৫ জুন ২০২০) তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১২০৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে।করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৭৩৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৩৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ১৬ হাজার ৫০৩টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৯৯ জনের মধ্যে। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ২০৯ জনের।

আমাদের বাণী ডট কম/১৫ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।