ডেস্ক রিপোর্ট ঢাকা; ভারতের দুটি রাজ্য বিহার ও উত্তর প্রদেশে বজ্রপাতে একদিনেই শতাধিক মৃত্যু হয়েছে। দুই রাজ্যের সরকার একদিনে ১০৭ জন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে।

সরকারি সূত্রে বিবিসি বাংলা জানিয়েছে, বজ্রাঘাতে বিহারে ৮৩ জন ও উত্তর প্রদেশে ২৪ জন মারা গেছেন।

  • বিহারের গোপালগঞ্জ জেলাতেই সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে, সেখানে মারা গেছেন ১৩ জন। এছাড়া আরও ২৩টি জেলা থেকে মানুষের মৃত্যু আর ক্ষয়ক্ষতির খবর জানা গেছে। বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী লোকেশ্বর রায় বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে রাজ্যে বজ্রাঘাতে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যু।

উত্তর প্রদেশের দেওরিয়া জেলায় সবচেয়ে বেশি ৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ও শনিবার বিহারে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য মতে, ২০১৮ সালে ভারতে ২ হাজার তিনশর বেশি প্রাণহানি হয়েছে বজ্রপাতে।

আমাদের বাণী ডট কম/২৬ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।