‘ভালো বাসা ভুল তবু ভালো বাসি’ 
আইনুল হোসেন সানু

ভালো বাসা
সে’ তো নিম পাতার উষ্ণ
গরম জল —-

ভালো বাসা
জানি’ সে’ নিত্য দিনের কষ্ট’ লুকানো’ র
অভিনব এক’ ছল —-

ভালো বাসা
সে’ তো পুড়বো জেনেও খুশি মনে
আগুনে’ তে ঝাঁপ —

ভালো বাসা
সে’ হাজার জনম পুণ্য করেও
অদেখা এক’ পাপ —

ভালো বাসা
যেন’ কাঁচা হলুদ মিশ্র চন্দন প্রলেপ, নিবিড়
চাওয়া’ না’ পাওয়া’ র ফল —

ভালো বাসা
সে’ মরতে মরতে বেঁচে উঠা, নিঃশ্বাসের
বিশ্বাসে’তে ফিরে পাবার বল —

ভালো বাসা
যেন’ শুকনো গাঙে ডুব সাঁতারে
ডুবে যাওয়া অথৈ গভীর জল —-

ভালো বাসা
জানি’ সে’ সুস্থ জীবন ভুলে মরার
সদ্য নতুন কল —-

জীবনের খাতা জোড়া
ভরা প্রতি’ অধ্যায় পাতায় পাতায়
রয় মোড়ানো ভাবনা’ য়
তবু, তারই ছবি আঁকি বসি দিনে রাতে
ভিন্ন তায়
মনের সুখে ঘুমে জাগরণে দু’ চোখে’
বুকে’ মুখে ঠোঁটে শুধু চায়’ লুকাতে
অলক্ষে সবার
কে’ জানে উঠতে বসতে
চলতে ফিরতে কেমনে পড়ে সে’ ধরা ….
ভাবে বন্ধ চোখে’
আছে পাওয়ার এখনও অনেক বাকী’
থাকে জেগে ঘুমের ভানে
দিবা স্বপ্নে রয় বিভোর অমানিশা
রাতের আঁধার সে’ ভর দুপুর
আনমনে’ তে খুঁজে ফেরে
আলো জ্যোৎস্না’ র —
অতি সুখেও আসে চোখে’ জল
নিরবে নিঃশব্দে ……
দুঃখ পেলে করা হাসি’ র ছল
সর্বপরি হয় মনে সে’ এক
মস্ত পাগল —-

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।