আনোয়ার হোসেন আরিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা; জেলার ভূরুঙ্গামারীতে নতুন করে আরো একজন কোভিড ১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির নাম মঞ্জুরুল আলম (৪০), ভূরুঙ্গমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারি পদে কর্মরত। তার বাড়ি কচাকাটা থানার নায়কের হাট গ্রামে।

গতকাল রাতে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাড়াল ১২ জন।

গত ২৭ জুন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠায় উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, আক্রান্ত ব্যক্তি বাড়ীতেই আইসোলেশনে আছেন। তিনি সুস্থ্য আছেন, তাকে প্রয়োজনীয় পরামর্শ ও ঔষুধ পত্র দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম, স্টাফ আক্রান্তের বিষয় টি সত‍্যতা নিশ্চিত করে জানান, কোভিড ১৯ করোনা ভাইরাসে আক্রান্ত মন্জুরুল আলম ওই অফিসের ষ্টাফদের একই সাথে কাজ করায় ইউএনও কেও হোমকোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে অফিসে না বসে ডাক বাংলোতে বসেই গুরুত্বপূর্ন রুটিন ওয়ার্ক করছেন।

আমাদের বাণী ডট কম/০৩  জুলাই  ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।