হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা;  জেলার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ, ১২ দাগ, চাঁদগ্রাম ইউনিয়ন ও পৌরসভার ৯ নং ওয়ার্ডের আংশিক এলাকা সম্পূর্ণ লকডাউন করার ঘোষণা দেওয়া হয়েছে।

এ সময় ইউএনও সোহেল মারুফ,অতিরিক্ত পুলিশ সুপার অাল বেরুনী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালালসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

লকডাউন আগামীকাল বুহস্পতিবার সকাল ৬ টা থেকে কার্যকর হবে।

হাট-বাজার, অফিস পূর্বের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বিকাল ৪.০০ ঘটিকা খোলা থাকবে। তারপর শুধুমাত্র ঔষধের দোকান খোলা থাকবে।

নির্ধারিত সময়ের পরে দোকান-পাট খোলা রাখলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ভেড়ামার উপজেলায় এ পর্যন্ত ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলা ভিত্তিক এটি জেলার ২য় স্থানে রয়েছে শনাক্ত বিবেচনায়।

জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা (বহিরাগত বাদে) দাঁড়ালো ২৭৫ জন। মারা গেছেন ১ জন। এর মধ্যে মোট সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৫৯ জন। একই সাথে বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২০৮ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন ৬ জন ও খুলনাতে ২ জনকে প্রেরণ করা হয়েছে।

আমাদের বাণী ডট কম/১৮  জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।