চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে ৭৩টি বাই সাইকেল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন ভূমি উন্নয়ন কর এর অর্থায়নে সাইকেল বিতরণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে সাইকেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।

আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. নাদিম ভুইয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম, সিএ আমিনুল ইসলাম, দূর্গাপুর ইউপি সচিব মো. মানিক মিয়া, কলাকান্দা ইউপি সচিব শ্যামল চন্দ্র, ফতেপুর পশ্চিম ইউপি সচিব আবু রায়হান, ষাটনল ইউপি সচিব গৌতম চন্দ্র’সহ ইউপি সচিববৃন্দ ও কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শারমিন আক্তার বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রাম পুলিশদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ দমনে গ্রাম পুলিশদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। সেই লক্ষ্যে গ্রাম পুলিশদের কাজের গতি বাড়ানোর জন্য তাদের মাঝে বাই সাইকেল প্রদানের ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন। তিনি সকলকে দৃঢ়তার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।