গানের গুন
মনিদীপা ঘোষ

গানে কতো আবেগ থাকে
যে জানে সে জানে
মনের দুঃখ দূর হয়ে যায়
গানে আর গানে।

গান যদি হয় চক দালানে
কিংবা ফুলের বাগানে
নিরস মনে সুর এসে যায়
মন উড়ে কোনখানে।

বাসর ঘরে আসর জমে
প্রেমের মিষ্টি গানে
কবিগুরুর সুরের দোলায়
ফাগুন আসে প্রানে।

গান ভালো না বাসবে যে
করবে মানুষ খুন
মরা মানুষ উঠবে বেঁচে
গানের এমন গুন।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।