রুমি নোমান, ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, কুষ্টিয়া; মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি ২০২০) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে এ মানববন্ধন করে শিক্ষার্থীরা।

বঙ্গবন্ধুর বাংলায়- খুনি মোদির ঠাই নাই, সাম্প্রদায়িক মোদিকে বাংলাদেশে চাই না, মুসলিমদের উপর হামলা বন্ধ কর বন্ধ কর, গো ব্যাক মোদি, বয়কোট মোদি সহ বিভিন্ন স্লোগান লিখত প্লাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ে গেছেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। কিন্তু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানেই মোদির মত একজন সাম্প্রদায়িক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটি বঙ্গবন্ধুর প্রতি চরম অবমাননা করা হয়েছে।”

আমাদের বাণী ডট কম/২৯ ফেব্রুয়ারি ২০২০/সদি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।