ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পুংলী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। যানজটে আটকা পড়া বিক্ষুব্ধ জনতা ওই ম্যাজিস্ট্রেটের গাড়িতে আগুন দেয় বলে জানা গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এ আগুন দেয়ার ঘটনা ঘটে।

এদিকে যানজটের প্রতিবাদে মহাসড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিক্রমহাটি এলাকায় উত্তরবঙ্গগামী যানবাহন থেকে নেমে এ ঘটনা ঘটায় যাত্রীরা।

এ ব্যাপারে সাধারণ যাত্রীরা জানান, ঢাকাগামী যানবাহন ধীরগতিতে চললেও উত্তরবঙ্গগামী যানবাহন একেবারেই বন্ধ রয়েছে। এতে করে নারী ও শিশুসহ সবাই চরম দুর্ভোগে পড়েছেন।

এ ব্যাপারে টাঙ্গাইল পুলিশ কন্ট্রোল রুমের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সকাল থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে টোলপ্লাজা বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়। পরে উত্তরবঙ্গগামী যাত্রীরা ওই এলাকায় টায়ারে আগুন দেয়। পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।