বান্দরবানে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০১৯ উপলক্ষ্যে জেলা শ্রমিকলীগের আয়োজনে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়।  শুক্রবার বিকাল ৪ টায় জেলা সদরের বঙ্গবন্ধু মঞ্চে এই সমাবেশের অনুষ্ঠিত  হয়।

জেলা শ্রমিকলীগ সভাপতি মোঃ মুছা কোম্পানির সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং(এমপি),বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী,জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ জেলা শ্রমিকলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর বলেন, যারা নিজের শ্রম দিয়ে সৎ পথে উপার্জন করে তারা সবাই শ্রমিক।দিন মজুর,রিক্সাচালক,সর্বোপরি আমাদের দেশের কৃষক ভাই দের কে তাদের প্রাপ্য সম্মান টুকু দিন, এতে কারো জাত যাবে না বরং নিজেরাই নিজেদের সম্মানিত করবেন।বিশেষ অতিথির বক্তৃতায় জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ বলেন, এক সময় বাংলাদেশে কৃষি শ্রমিকরা সারের দাবীতে আন্দোলন করতে রাস্তায় নামলে বিএনপি নেত্রীর নির্দেশে পুলিশের গুলিতে অনেকে শহীদ হয়েছেন।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি করা, কৃষকদের অল্প দামে সার পৌঁছে দেওয়া সহ সারা দেশে শ্রম এবং শ্রমিক বান্ধব পরিবেশ তৈরীতে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।