ডেস্ক রিপোর্ট, ঢাকা;  গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা একটু উন্নতি হয়েছে। ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা সংক্রমণ থেকে রোগ মুক্তিতে কৃতজ্ঞতা প্রকাশ এবং তার চিকিৎসা ব্যয় সর্ম্পকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বুধবার তিনি বলেন, একটু উন্নতি হয়েছে। আর করোনা সংক্রমণ থেকে রোগ মুক্তি এবং চিকিৎসা ব্যয় সর্ম্পকে আগামীকাল বিস্তারিত বলবো।

এছাড়া সভায় ডা. জাফরুল্লাহ’র লেখা “করোনা বনাম বিশ্ব পুঁজিবাদ ২০২০-২১ বাংলাদেশ বাজেট” উপরেও আলোচনা হবে বলে জানা গেছে।

সভায় উপস্থিত থাকবেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক আসিফ নজরুল, ব্যারিস্টার মইনুল হোসেন, বিনায়েক সেন, আনু মুহাম্মদ প্রমূখ।

আমাদের বাণী ডট কম/২৪ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।