ননএমপিও সবগুলো যোগ্য স্কুল-কলেজ এমপিও করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, এসব প্রতিষ্ঠান এমপিওভূক্তির ঘোষণা শিগগিরই আসবে ইনশাআল্লাহ।

রোববার (১৯ মে) রাজধানীর কাকরাইলে আইডিইবি কাউন্সিল হলে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ‘শিক্ষার মানোন্নয়নে আমাদের ভূমিকা’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাশিপের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা অনেক বড় জগত। এখানে অনেক কিছু করার আছে। শিক্ষকদের বলতে চাই, সবকিছু নিয়মতান্ত্রিক হয় শিক্ষা মন্ত্রণালয়ে। আপনাদের কোন কাজ নিয়মতান্ত্রিক না হলে অভিযোগ জানাবেন। তিনি বলেন, শিক্ষকদের মান বিশ্বমানের না হলে শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা পাবে না। তাই আমরা প্রতিটি শিক্ষককে প্রশিক্ষণ দিতে চাই।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ ও কারিগরী শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক রওনক মাহমুদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।