মোঃ মশিউর রহমান ইসাদ,  রংপুর জেলা সংবাদদাতা; জেলার  গঙ্গাচড়া উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ  সন্দেহে একজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

আজ বুধবার (০৮ এপ্রিল ২০২০)  ওই ব্যক্তির বাড়ি থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগম।

জানা যায়, ওই ব্যক্তি গত মঙ্গলবার নারায়নগঞ্জ জেলা হতে গঙ্গাচড়ায় আসেন। পরে তার শরীরে জ¦রসহ করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা দেয়।

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগম ওই ব্যক্তির বাড়ি লগডাউন ঘোষণা করে তার দেহে করোনা ভাইরাস আছে কিনা তা শনাক্তের উদ্যোগ নেন।

উল্লেখ্য,  বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় ৯৮১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে  ৫৪  জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে  ২১৮  জনে। নতুন করে আরও ৩  জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল  ২০ জনে। মোট ২১৮ জন আক্রান্তের সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন আর মারা গেছেন ২০ জন সব মিলিয়ে এখন চিকিৎসাধীন আছেন ১৬৫ জন। আজ বুধবার (০ ৮ এপ্রিল ২০২০) দুপুর আড়াই টায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এর পরিচালক ডা. মরজাদী সেব্রিনা ফ্লোরা একথা বলেন।

আমাদের বাণী ডট কম/০৮ এপ্রিল ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।