দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার থেকে মাসব্যাপী সিয়াম সাধনা শুরু হচ্ছে ধর্মপ্রাণ মুসল্লিদের।

তবে দেশের বিভিন্নস্থানে চাঁদ দেখা গেলেও চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোন ঘোষণা আসেনি।

মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী রমজানের চাঁদ দেখা যাওয়ায় সোমবার রাতে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মঙ্গলবার হবে প্রথম রোজা। আর সে হিসাবে ২ জুলাই দিবাগত রাতে লাইলাতুল কদর।

এদিকে সোমবার রাতের এশার নামাজের পর তারাবির নামাজ শুরু হবে। এ উপলক্ষে মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

প্রথম রোজায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সেহেরির শেষ সময় সোমবার রাত ৩টা ৫২ মিনিট এবং ইফতার মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩৪ মিনিট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।