বিনোদন ডেস্ক, ঢাকাঃ অভিনয় অঙ্গনের মানুষের রাজনীতিতে আসার নমুনা ভুরিভুরি। টলিউডের শ্রীলেখা মিত্র সম্প্রতি বাম রাজনীতিতে যোগ দিতে যাচ্ছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে শ্রীলেখা মিত্র জানান, আমি কট্টর বামপন্থী। আজ নয়, বরাবরই। বাম নেতারাও জানেন আমার সমর্থন রয়েছে তাদের প্রতি।

তিনি বলেন, হঠাৎ করে সবুজ বা গেরুয়া রঙে নিজেকে রাঙিয়ে নেওয়া যায়। কিন্তু লাল পতাকাকে সমর্থন করতে গেলে সেটা হঠাৎ করে হয় না। তার জন্য শিক্ষার প্রয়োজন। কারণ, এই একটি রাজনৈতিক দল ভীষণ শিক্ষিত।

তবে বর্তমান রাজনীতিতে বামপন্থীদের অবস্থা বেশ তলানীতে এমন অভিযোগ অস্বীকার করে শ্রীলেখার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।