শেখ মামুন রাজবাড়ী জেলা সংবাদদাতা; জেলায়  নতুন করে আরও ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৯ জনে। এ পর্যন্ত মারা গেছে ২ জন ও সুস্থ্য হয়েছে ১৪৭ জন।

আজ বুধবার (০১ জুলাই ২০২০) রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার করোনা উপসর্গ নিয়ে ১৬৯ জনের নমুন সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছিলো। বুধবার দুপুরে আরো ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা যায়। আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ২০ জন, পাংশা উপজেলায় ৭ জন, গোয়ালন্দে ৪ জন এবং কালুখালীতে ১ জন আক্রান্ত হয়েছে। তবে এবারে বালিয়াকান্দি উপজেলাতে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি বলে জানান।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০১ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৮৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭৭৫ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৯ হাজার ২৫৮ । আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৭  হাজার ৮৭৫ টি যা গতদিনে ছিল ১৮ হাজার ৪২৬ টি ।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৮৪ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬২ হাজার ১০২ জন। সুস্থতার হার ৪১.৬১% এবং মৃত্যুর হার ১.২৬ শতাংশ। বয়স বিশ্লেষণে জানা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চারজন, ৪১-৫০ পাঁচজন, ৫১-৬০ ১২ জন, ৬১-৭০ ১১ জন, ৭১-৮০ সাতজন, ৮১-৯০ একজন এবং ১০০ বছরের একজন।

আমাদের বাণী ডট কম/০১ জুলাই  ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।