রাজবাড়ী জেলা সংবাদদাতা; জেলায় নতুন করে আরও ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৬৫৯ জনে এর মধ্যে মারা গেছে ১৬ জন সুস্থ হয়েছে ৯২৭ জন

আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২০) রাতে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে,  গত ৮ আগস্ট প্রেরিত ১৪৩ টি নমুনার মধ্যে ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৪৪ জন (৮৭টা স্যাম্পল), পাংশা উপজেলার ১৪ জন (২৯টা স্যাম্পল), কালুখালী উপজেলার ০২ জন (০৭ স্যাম্পল), গোয়ালন্দ উপজেলার ১১ জন (২০ স্যাম্পল)।

এদিকে করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের সর্বশেষ (১১ আগস্ট ২০২০) তথ্য অনুযায়ী, দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৪৭১ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৯৯৬ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৫৩৫ জন।গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৮২০টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯৮৮টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৯৯৬ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ২ লাখ ৬৩ হাজার ৮০৩ জন। শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ।’

আমাদের বাণী ডট কম/১১   আগস্ট ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।