ডেস্ক রিপোর্ট, ঢাকা; জেলায় গত ২৪ ঘন্টায় ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একদিনে এটিই এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩১৯ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৭৮ জন ও মারা গেছেন ২ জন।

আজ বুধবার (২৪ জুন ২০২০) দুপুরে রাজবাড়ী সিভিল সার্জন মোঃ নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৭ জুন থেকে ২১ জন পর্যন্ত ৪০৩ টা রিপোর্টে গতকালের ২২ জনসহ আজ ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।  এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৮০ জন, বালিয়াকান্দি উপজেলায় ২ জন,পাংশা উপজেলায় ৪ জন, কালুখালী উপজেলায় ৯ জন, গোয়ালন্দ উপজেলায় ৩ জন।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ (২৪ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৫৮২  জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৬২  জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২২ হাজার ৬০৭ । আজ নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৪৩৩ টি যা গতদিনে ছিল ১৬২৯২ । গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৩১ জন জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৯ হাজার ৬৬৬ জন।

আমাদের বাণী ডট কম/২৪ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।