ডেস্ক রিপোর্ট, ঢাকা;  জেলায় নতুন করে ৯৭ টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯৩৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ৫০২ জন এবং মারা গেছেন ৮ জন।

আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২০) দুপুরে রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৮ জুলাই পাঠানো ৯৭ টি নমুনার ফলাফল আজ পাওয়া গেছে যার মধ্যে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন ৩৯ জনের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২২জন (৪৯টা স্যাম্পল), পাংশা উপজেলার ৮ (১৪) জন, কালুখালি উপজেলার মৃত একজন সহ মোট ৪(১১) জন, বালিয়াকান্দি উপজেলার ২(১৬) জন, গোয়ালন্দ উপজেলার ৩(৭)জন।

জেলায় বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসারত ৩৫৬ জন এবং হাসপাতালে ভর্তি ৩২ জন। এ পর্যন্ত মোট ৬০২৬ জনের নমুনা পাঠানো হয়েছে যার মধ্যে ৫৮২৩ টি নমুনার ফলাফল পাওয়া গেছে। ২০৩ টি নমুনার ফল এখনও পাওয়া যায়নি।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে হেলথ বুলেটিনে্র সর্বশেষ (২০  জুলাই ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জন মারা গেছেন এ ভাইরাসে আক্রান্ত হয়ে। ফলে ভাইরাসটিতে মোট দুই হাজার ৬৬৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯ শত ২৮ জন। ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ সাত হাজার ৪৫৩ জনে।

আমাদের বাণী ডট কম/২০ জুলাই ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।