রাজশাহী সংবাদদাতা; স্ত্রী ও ছেলেসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার (৫৪)। গতকাল সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে করোনা পরীক্ষায় এ তিনজনের রিপোর্ট পজিটিভ আসে।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী সিভিল সার্জন মহা. এনামুল হক।

এনামুল হক জানান, বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকারের একজন আত্মীয় করোনায় আক্রান্ত হয়েছিলেন। ওই আত্মীয় তার সংক্রমণ শনাক্ত হওয়ার আগে বিভাগীয় কমিশনারের বাসায় গিয়েছিলেন। এরপর ওই আত্মীয়ের করোনা পজিটিভ রিপোর্ট আসে। সেই সন্দেহ থেকে বিভাগীয় কমিশনার সপরিবারে করোনা পরীক্ষার নমুনা দেন। করোনা পরীক্ষায় বিভাগীয় কমিশনার, তার স্ত্রী নাসরিন খোন্দকার (৪৫) ও ছেলে তানজিম মাহাতাবের (১৭) রিপোর্ট পজিটিভ রিপোর্ট আসে।

তিনি জানান, বিভাগীয় কমিশনার এবং তার স্ত্রী ও ছেলে শারীরিকভাবে ভালো আছেন। তারা বাসায় আইসোলেশনে রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে মোট ৭৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজশাহী জেলায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৮০।

সিভিল সার্জন জানান, এ পর্যন্ত রাজশাহীতে করোনায় মারা গেছেন ১৮ জন। এর মধ্যে রাজশাহী সিটিরই ১০ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৬০ জন।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে হেলথ বুলেটিনে্র সর্বশেষ (২১  জুলাই ২০২০) তথ্য অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১  জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃত্যুর সংখ্যা ২৭০৯ জনে।  একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩  হাজার ৫৭  জন। মোট শনাক্তের সংখ্যা ২ লাখ ১০ হাজার ৫১০   জন। আজ নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮৯৮  টি।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৩৯৭ জন।

আমাদের বাণী ডট কম/২০ জুলাই ২০২০/পিপিএম

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।