আশরাফুল ইসলাম, গাইবান্ধা জেলা সংবাদদাতা; রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে ব্যক্তি মালিকদের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে ১ জুলাই বুধবার বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শহরের ১নং ট্রাফিক মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, কৃষক ফ্রন্ট নেতা জাহেদুল হক, চপল সরকার, সবুজ মিয়া, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সংগঠক শামিমআরা মিনা।

বক্তারা পাটকল বন্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বাতিল করার দাবী জানান। তারা বলেন, দুনিয়াতে যখন মানুষ পলিথিন বর্জন করছে ক্রমাগত পাটজাত পণ্যের চাহিদা বাড়ছে। তখন প্রয়োজন ছিল পাটকল আধুনিকায়ন করে উৎপাদন বাড়ানো এবং নতুন নতুন পাটকল স্থাপন। কিন্তু গণ বিরোধী সরকার তা না করে প্রায় এক লক্ষ শ্রমিকের জীবন ধ্বংস করে পাটকল বন্ধ করে দিচ্ছে।

নেতৃবৃন্দ করোনা পরস্থিতে শ্রমিক ছাঁটাই বন্ধ করাসহ সকল বেকার যুবকদের চাকুরী দেওয়ার দাবী জানান।

আমাদের বাণী ডট কম/০১ জুলাই  ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।