শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা সংবাদদাতা; জেলার  শরণখোলায় লকডাউন অমান্য করে দোকান খোলার অপরাধে উপজেলার কয়েকটি বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় নয় ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় এবং একটি দোকান সিলগালা করা হয়েছে।

আজ শুক্রবার (২২ মে ২০২০)  দুপুরে ইউএনও সরদার মোস্তফা শাহিন উপজেলাসদর রায়েন্দা বাজার, ধানসাগর ইউনিয়নের রাজাপুর ও বান্দাঘাটা বাজারে এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও জানান, সম্প্রতি শরণখোলায় তিনজন ব্যক্তির করোনাভাইরাস সনাক্ত হয়। তাই সংক্রমণ রোধে উপজেলার সকল বাজারঘাট লকডাউন করে দেওয়া হয়। কিন্তু এক শ্রেণির ব্যবসায়ী তা অমান্য করে দোকান খোলা রেখে বেচাকেনা শুরু করেন। এতে ওই সমস্ত দোকানে ক্রেতাদের ভিড়ে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। একারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০১৮ সালের সংক্রমণ প্রতিরোধ ও নির্মূল আইনের ২৫ ধারায় এ জরিমানা আদায় করা হয়।

আমাদের বাণী ডট কম/২২ মে ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।