রাজু গাজী, লামা উপজেলা (বান্দরবান) সংবাদদাতা; করোনা ভাইরাস এর কারণে লামা উপজেলাকে গত ২৪শে মার্চ লক ডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন। সেই থেকে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছেন লামা পৌর মেয়র। কখনো টমটম চালিয়ে, মোটরসাইকেল নিয়ে, গাড়ি করে, কখনো আবার নিজ হাতে বহন করে, অসহায়, হতদরিদ্র,টমটম চালক, রিক্সা চালক, অটো রিক্সা,মাহিন্দ্র,সিএনজি,গাড়ি চালক,হোটেল শ্রমিক, দর্জি ও মধ্যবিত্ত পরিবারকে রাতের অন্ধকারে খাদ্য সামগ্রী পৌঁছে দেন মানবতার সেবক হিসেবে।

আজ শনিবার (১৬ মে) সকাল দশটায় লামা পৌরসভার কনফারেন্স হল -এ পৌর এলাকার ৬৪ জন খতিব, ইমাম, মোয়াজ্জেম ও খাদেম দের লামা পৌরসভার পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম পি মহোদয়ের নির্দেশে পবিত্র ঈদ – উল – ফিতর উপলক্ষে মত বিনিময়, সম্মানি এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ জহিরুল ইসলাম মেয়র, লামা পৌরসভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নূর – এ – জান্নাত রুমি লামা পৌরসভার ৪নং ওয়ার্ড কমিশনার রফিক সহ সাংবাদিক বৃন্দ।

আমাদের বাণী ডট/১৬ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।