সুজন ভট্টাচার্য্য, চট্টগ্রাম জেলা সংবাদদাতাঃ বান্দরবানের লামা উপজেলা সদরে সরকারী রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, লামা উপজেলার চেয়ারম্যান পাড়ার নারকাটা ঝিরি সংলগ্ন এলাকায় একতা মহিলা সমিতির পরিচালক আনুয়ারা আইন কে বৃদ্ধাগুলি দেখিয়ে সরকারি রাস্তার একাংশের উপর সীমানা প্রাচীর নির্মাণ করে চলেছেন।

এই বিষয়ে অভিযুক্ত আনুয়ারা’র বক্তব্য নেওয়ার জন্য ফোন করলে তিনি বলেন,আমার বিরুদ্ধে কে অভিযোগ দিয়েছে তাকে আমার সামনে হাজির করেন। না হলে এই বিষয়ে আমি কোনো বক্তব্য দেবোনা। তবে যে সব সাংবাদিক আমাকে ফোন করে বিরক্ত করেছে তাদের সাথে আমার আদালতে দেখা হবে বলে হুমকি দেন।

তিনি আরো বলেন আমি ছকিনা, বা জরিনা টাইপের কেউ নই যে আমাকে কয়েকটা সাংবাদিক ফোন করলে আমি সেগুলোর উত্তর দিবো। হুমকি দিয়ে আনুয়ারা আরো বলেন, আমার বিরুদ্ধে স্থানীয় কিছু লোক এসব কর্মকান্ড করছে। তাদের আমার সামনে আসার সাহস নাই। সামনে আসলে বুঝতাম এদের বুকের পাটা কত শক্ত। আপনি অভিযোগ নিয়ে সামনাসামনি আসেন তাহলেই শুধু মাত্র আমি আমার বক্তব্য দিবো বলে ও শাসান আনুয়ারা।

এই বিষয়ে লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলামের মোবাইলে কল করা হলে তিনি সংযোগ টি বিচ্ছিন্ন করে দেন।

আমাদের বাণী ডট কম/১৫ সেপ্টেম্বর ২০২০/পিপিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।