জাহাঙ্গীর হাসান সুমন, লেবানন সংবাদদাতা; লেবাননে ডলারের মুল্য প্রতি ডলার প্রায় ৫হাজারে লেবাজিন লিরার কাছাকাছি। এখন ১০০ ডলার কিনতে গেলে গুণতে হবে ৪ লক্ষ ৬০/ ৮০ হাজার লেবানিজ লিরা।

আজ মঙ্গলবার লেবাননে বিভিন্ন লোকাল মানি একসেঞ্জে ঘুরে এমনটি জানা গেছে। গুঞ্জণ উঠেছে আগামী সপ্তাহের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। আর এর চরম প্রভাব পড়েছে প্রবাসীদের উপর।

লেবাননে ডলার এর মূল্যবৃদ্ধি, এরমধ্যে করোনা ভাইরাসের হানায় কর্মহীন হয়ে পরেছে লক্ষের অধীক বাংলাদেশী প্রবাসী।

গত ৭ মাসে মার্কিন ডলারের দাম বেড়েছে ৪গুন, সেই সাথে লাফিয়ে লাফিয়ে বেড়েছে নিত্যপন্যের দাম। লেবাননের জাতীয় ব্যাংকে মার্কিন ডলারের মূল্য এখনো আগের মূল্যে ১ মার্কিন ডলার সমান ১৫০০ লেবানিজ পাউন্ডে অব্যাহত রয়েছে। আর বাহিরে বিক্রি হচ্ছে ১ডলার সমান ৫০০০পাউন্ড। তবে ব্যাংকে ডলারের মূল্যা ১৫০০ লেবানিজ পাউন্ড থাকলেও ব্যাংকগুলোতে নেই ডলার। এতেই নাকাল লেবানন, বন্ধ হয়েগেছে অনেক ব্যবসায়য়ী প্রতিষ্ঠান। চাকরী হারিয়েছে হাজার হাজার বাংলাদেশি প্রবাসী।

লেবাননে ডলারের দাম বেড়েছে ৪গুণ, কিন্তু লেবানন ব্যাংক এর ডলারের মূল্য এখনো আগের অবস্থায় রয়েছে। ফলে এখনো মালিকরা সরকারী হিসেবেই বেতন পরিশোধ করছে। এতে অল্প আয়ের প্রবাসীরা পাওনা বেতন দিয়ে ঘর ভাড়া পরিশোধ করতেই হিমশিম খাচ্ছে। সব মিলিয়ে খেয়ে দেয়ে বেঁচে থাকাই এখন লেবানন প্রবাসীদের বড় সংগ্রাম।

লেবাননের অর্থনৈতিক সংকট সমাধানের কোন পথ দেখা যাচ্ছেনা, অবস্থা ধীরে ধীরে অবনতি হচ্ছে। ফলে বাধ্য হয়ে করোনা ভাইরাস মহামারীর মধ্যেও সরকারী আন্দোলন অব্যাহত রেখেছে লেবাননের জনগন। নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্র সহ সকল জিনিস পত্রের দাম হাতের নাগালের বাহিরে চলে যাওয়ায় কষ্টে দিন যাপন করছে লাখ লাখ লেবানিজরাও।

আমাদের বাণী ডট কম/১৬ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।