নাব্য সংকটের কারণে দ্বিতীয় দিনের মতো শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাটের দুইপাশে পারাপারের অপেক্ষায় রয়েছে অন্তত তিনশো যানবাহন।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক জানান, চায়না চ্যানেলের গভীরতা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রবিবার দুপুর একটা থেকে ফেরি না চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।

গত আটদিন ধরে এ নৌরুটে সীমিত আকারে ছোট ফেরি চলাচল করছিলো। নাব্য সংকটে গতকাল একটি ফেরি চায়না চ্যানেলে আটকে যাওয়ার পর থেকেই সব ধরণের ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

চায়না চ্যানেলে ফেরি চলাচলের জন্য যথেষ্ট গভীরতা আছে কি-না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানায় ঘাট কর্তৃপক্ষ।

আমাদের বাণী ডট কম/২৮ সেপ্টেম্বর ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।