ঝিনাইদহের শৈলকুপায় স্থানীয় পর্যায়ে টেকসই অভীষ্ট(এসডিজি) বাস্তবায়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার দিনব্যাপী উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ২নং মির্জাপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সহকারী কমিশনার(ভূমি) ইফতেখার ইউনুস, সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্যা,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি প্রমুখ।

এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবক, সুধীজন, উন্নয়ণ কর্মী, ধর্মীয় নেতা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তরা এ প্রশিক্ষণ কর্মশালায় অগ্রাধিকার (৩৯+১) সূচকসমূহ সম্পর্কে আলোচনা, অগ্রাধিকার সূচকসমূহের বিপরীতে স্থানীয় করনীয়, প্রাথমিক ভাবে স্থানীয় অগ্রাধিকার সূচক নির্ধারন ও এসডিজি স্থানীয়করণের ক্ষেত্রে ধারণা প্রদান করা হয়।

এদিকে প্রশিক্ষণ কর্মশালার সহযোগিতায় ছিলেন গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।