ঝিনাইদহের শৈলকুপায় ১৩০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও সহায়ক সামগ্রী বিতরণ এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের শুভ উদ্বোধন হয়েছে। সোমবার সকালে শৈলকুপা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মকবুল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, শৈলকুপা উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি শামীম হোসেন মোল্লা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রহমত আলী মন্টু, উপজেলা বনিক সমিতির সভাপতি আব্দুস সোবহান, শৈলকুপা সিটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীমার রশিদ শামীম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জুয়েল পারভেজ কর্নেল, সাধারন সম্পাদক রাজিব বাহাদুর, ছাত্রলীগ সভাপতি দিনার বিশ্বাসসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মশিউর রহমান।

পরে কবিরপুর তিন রাস্তার মোড়ে মোল্লা টাওয়ারের নিচ তলায় অবস্থিত প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে ১৩০জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সহায়ক সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি আব্দুল হাই। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হাফিজ আল আসাদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।