বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণী’র কারণে সমুদ্রবন্দরে সাত নম্বর পর্যন্ত সংকেত দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তবে তা শনিবারই তিন নম্বরে নামিয়ে আনা হয়। আর রবিবার সকালে সংস্থাটি জানিয়েছে, সমুদ্রবন্দরে আর কোনো সংকেত নেই।

সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়।

শনিবার সকালে অনেক দুর্বল হয়ে খুলনা অঞ্চলে আঘাত হানা ফণী স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়। পরে মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।