রাজস্বখাতভূক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮’ এর লিখিত পরীক্ষার সময় কমিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরীক্ষার্থীদের জন্য পূর্বের পরীক্ষাগুলোতে ১০০ টি নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পূরণের জন্য ১ ঘণ্টা ২০ মিনিট সময় বরাদ্দ থাকলেও এবার তা কমিয়ে একঘণ্টাতে আনা হয়েছে।

এছাড়া এবারের পরীক্ষায় প্রশ্নপত্রের সেট কোডসমূহ এবং ওএমআর ফরমের সেট কোড ভিন্ন হবে বলে জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশ করা প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।

এছাড়াও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত শেষ দুই ধাপের পরীক্ষার তারিখে পরিবর্তন আনা হয়েছে। আগের নির্ধারিত সময় অনুযায়ী, শেষ দুই ধাপের পরীক্ষা হওয়ার কথা ছিল- আগামী ১৪ ও ২১ জুন।

পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৪ জুনের পরীক্ষা হবে ২১ জুন এবং ২১ জুনের পরীক্ষা হবে ২৮ জুন। তবে প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষা আগের সময় অনুয়ায়ী, ২৪ ও ৩১ মে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।