প্রধান শিক্ষকের বয়স ৬০ বছর পূর্ণ হলেও পদ ছাড়তে হবে। সংশ্লিষ্ট স্কুলের সহকারী প্রধান শিক্ষককেই নিতে হবে প্রধান শিক্ষকের দায়িত্ব। যদি দায়িত্ব না নেন তবে শাস্তি পেতে হবে। প্রধান শিক্ষকের দায়িত্ব না নেয়া অসদাচরণ হিসেবে গণ্য করা হবে।

রোববার (২৬ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। বয়স ৬০ বছর পূর্ণ হওয়ার পর অনেক প্রধান শিক্ষক পদ ছাড়ছেন না মর্মে অধিদপ্তরের কাছে শত শত অভিযোগ জমা হয়েছে। এমন প্রেক্ষিতে সংশ্লিষ্ট সবাইকে সাবধান করতে এই জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে অধিদপ্তর।

অভিযোগে জানা যায়, কোনও কোনও সহকারী প্রধান শিক্ষক দায়িত্ব নিচ্ছেন না বা দায়িত্ব না দিয়ে উল্টো অভিযোগ করা হচ্ছে দায়িত্ব না নেয়ার। আর এমন অজুহাতে মাসের পর মাস স্বপদে থাকছেন ৬০ পার হওয়া প্রধান শিক্ষকরা।

আদেশে বলা হয়, যদি কোনও স্কুলে সহকারী প্রধান শিক্ষক না থাকে তবে, সিনিয়র শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে হবে। এমপিওভুক্তির তারিখ থেকে জ্যেষ্ঠতা গণনা করতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।