সুনামগঞ্জ সংবাদদাতা; জেলায় টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়েছে।

  • আজ শনিবার (২৭ জুন ২০২০) দুপুরে জেলার প্রধান নদী সুরমার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত দুই দিন ধরে অব্যাহত রয়েছে ভারি বৃষ্টিপাত। সেইসাথে বাড়ছে নদীর পানি।

সুনামগঞ্জ পৌর শহরের অনেক বাণিজ্যিক ও আবাসিক এলাকাও বন্যার পানিতে প্লাবিত হয়েছে। শহরের নবীনগর, কাজিরপয়েন্ট, ষোলঘর, লঞ্চঘাট, তেঘরিয়াঘাট এলাকায় বন্যার পানিতে চলাচলের সড়ক পানিতে তলিয়ে গেছে। অনেক দোকানপাট ও বাসাবাড়িতে পানি ঢুকতে শুরু করেছে। বিপাকে পড়েছেন নাগরিকরা।

  • এদিকে, বন্যার পানিতে জেলার দোয়ারাবাজার, সদর, তাহিরপুর, বিশ্ববম্ভরপুরসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের শক্তিয়ারখলা ও আনোয়ারপুর এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া জেলা সদর থেকে হালুয়ারঘাট পর্যন্ত সড়কের বেশ কিছু জায়গা পানিতে তলিয়ে যাওয়ার ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক ডাকা হয়েছে। বন্যায় কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, কীভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে এবং পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

আমাদের বাণী ডট কম/২৭  জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।