রাহাত হাসান, তাহিরপুর(সুনামগঞ্জ)সংবাদদাতাঃ  সুনামগঞ্জের তাহিরপুর ও বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় গাজা, নাসির বিড়ি, মোটর সাইকেল, কয়লা সহ একটি মোবাইল মঙ্গলবার (২৮ জুলাই) আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সুত্রে জানাগেছে,চিনাকান্দি বিওপির টহল বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের রাজাপাড়া নামক স্থান থেকে ১২৩ বোতল মদ সহ ১টি মোবাইল আটক করে,যার মূল্য ১,৮৬,০০০ টাকা।,মাছিমপুর বিওপির টহল বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গামারীতলা নামক স্থান থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা,২৮,০০০ পিস ভারতীয় নাসির বিড়ি,১টি প্লাটিনা মোটর সাইকেল আটক করে,যার আনুমানিক সিজার মূল্য ১,৮৫,১০০ টাকা।

অপরদিকে,চারাগাঁও বিওপির টহলদল তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও হতে ২,০০০ কেজি ভারতীয় কয়লা আটক করেছে,যার মূল্য প্রায় ২৬,০০০ টাকা।

সুনামগঞ্জ-২৮ব্যাটালিয়ন অধিনায়ক মাকসুদুল আলম জানান,আটককৃত প্লাটিনা মোটর সাইকেল,মোবাইল ফোন,ভারতীয় মদ,গাঁজা,কয়লা,নাসির বিড়ি সুনামগঞ্জ মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা করা হয়েছে।

 

আমাদের বাণী ডট কম/২৯ জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।