সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে  অন্যান্যবারের ন্যায় সারা দেশে পালিত হচ্ছে “জাতীয় শিক্ষা সাপ্তাহ ২০১৯”। এই আয়োজনে নানা ধর্মীয়, সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক,মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠান সহ নানা ইভেন্টে বিভিন্ন প্রতীযোগীতার আয়োজন,পর্যবেক্ষন নিরীক্ষণের মাধ্যমে উপজেলা, জেলা, বিভাগ এবং সারা দেশে তথা জাতীয় ভাবে সেরাদের সেরা নির্বাচিত করা হয়, তার ধারাবাহিকতায় নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় “জাতীয় শিক্ষা সপ্তাহ “উপলক্ষে ৫২ প্রতিষ্ঠানের শ্রেষ্ঠদের প্রতিযোগীতার ফলাফল ঘোষনণা করা হয়েছে।

সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সেনবাগ শিল্পকলা একাডেমীর সমন্বয়ক এম এ আউয়াল জানিয়েছেন, সেনবাগ উপজেলায় কলেজ, মাধ্যমিক স্কুল,কারিগরি ও মাদ্রাসা পর্যায়ে ৫২টি প্রতিষ্ঠানের কৃতি ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও অনুষ্ঠানের সভাপতি মো: মিনহাজুর রহমানের দিকনির্দেশনায় ও মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নাজিম উদ্দিনের সার্বিক পরিচালনায় বুধবার দিনব্যাপী সেনবাগ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে বিজ্ঞ বিচারক মন্ডলীরা বিচার কাজ সম্পন্ন করেছেন।

এতে বিজয়ীরা হলেন, কেরাত, ১ম স্হান ৩ জন যথাক্রমে ছাতারপাইয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের কাশফিয়া আক্তার,কাদরা হামেদিয়া দাখিল মাদ্রাসার মিজানুর রহমান, সেনবাগ ফাযিল মাদ্রাসার মো: জালাল উদ্দিন মাসুদ।

হামদ/ নাত এ রাসুলে ১ম স্হান ৩ জন যথাক্রমে সেনবাগ ফাযিল মাদ্রাসার মাহবুবুস সালাম,কানকিরহাট ফাযিল মাদ্রাসার মারিয়া আক্তার, এশফাকুল হক মান্না আলিম মাদ্রাসার জিহাদ উদ্দিন।

বাংলা রচনায় ১ম স্হান ৩ জন হলেন,সেনবাগ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সখিনা খাতুন,সেনবাগ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মো: এমাম হোসেন,সেনবাগ সরকারী কলেজের নুর নাহার শান্তা।

বাংলা কবিতা আবৃত্তিতে ১ম স্হান অর্জন করেছে ৩ জন তারা হলেন বিজবাগ এনকে উচ্চ বিদ্যালয়ের ঈদিন ইয়াসমিন,সেনবাগ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পূজা রানী ভৌমিক,সুলতান মাহমুদ ডিগ্রী কলেজের সাদিয়া জাহান।

বিতর্ক প্রতিযোগীতা য়১ম হয়েছে ৩ জন,তারা হলেন সেনবাগ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের জুবায়দা কামাল,বিজবাগ এনকে উচ্চ বিদ্যালয়ের আজিম উদ্দিন,সেনবাগ সরকারী কলেজের জান্নাত আরা মুন।

দেশাত্বকবোধক গানে,১ম স্হান প্রাপ্তরা হলেন,সেনবাগ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পৃথা বনিক ৩ জন,ছাতারপাইয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সানজিদা আক্তার, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের কানিজ ফাতেমা।

রবীন্দ্র সঙ্গীতের ১ম স্হান ৩ জন, বিজবাগ এনকে উচ্চ বিদ্যালয়ের প্রযুক্তি মজুমদার, বিজবাগ এনকে উচ্চ বিদ্যালয়ের নুজহাত তানজিম, সেনবাগ সরকারী কলেজের চৈতি বনিক।

নজরুল সঙ্গীতে ১ম স্হান ৩ জন, সেনবাগ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ওয়াহিদা খানম নিহা,ছাতারপাইয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সানজিদা আক্তার, কানকিরহাট ডিগ্রি কলেজের তানিয়া আক্তার।

উচ্চাঙ্গ নৃত্য: ১ম স্হান ১ জন,
সেনবাগ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সুমাইয়া আক্তার সামিয়া।

লোক সঙ্গীতে ৩ জন,১ম স্হান,সেনবাগ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্পিতা সাহা,ছাতারপাইয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সানজিদা আক্তার সেনবাগ সরকারী কলেজের চৈতি বনিক।

জারীগানে প্রথম স্থান ৩ প্রতিষ্ঠান, সেনবাগ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নিলিহা বিনতে নাছের ও তার দল,বিজবাগ এনকে উচ্চ বিদ্যালয়ের শাহরিয়া আলম ও তার দল,কানকিরহাট ডিগ্রি কলেজের রুপা আক্তার ও তার দল।

তাৎক্ষনিক অভিনয়: ৩ জন১ম স্হান পেয়েছেন সেনবাগ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের জুনায়েদ রহমান,সেনবাগ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের হাসনা নূর নাঈম, সেনবাগ সরকারী কলেজের জান্নাত আরা মুন।

লোকনৃত্য ৩ জন প্রথম স্থান অর্জনকারী
ছাতারপাইয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের কাকলী আক্তার, সেনবাগ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সুমাইয়া আক্তার সামিয়া,সেনবাগ সরকারী কলেজের নাছরিন আক্তার।

এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহে সেনবাগে শ্রেষ্ঠ রোভার গ্রুপ নির্বাচিত হলেন সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ । শ্রেষ্ঠ স্কুল শিক্ষার্থী নির্বাচিত হলেন সেনবাগ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের তানজিলা আক্তার। শ্রেষ্ঠ কলেজ শিক্ষার্থী নির্বাচিত হলেন সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের নুসরাত জাহান। শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক (কলেজ) নির্বাচিত হলেন সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের এবিএম এমরান, শ্রেষ্ঠ স্কুল প্রধান নির্বাচিত হলেন জয়নগর উচ্চ বিদ্যালয়েরর হেদায়েত উল্যাহ আনোয়ার শ্রেষ্ঠ মাদ্রাসা নির্বাচিত হলেন সেনবাগ ফাযিল মাদ্রাসা । শিক্ষা সপ্তাহে সেনবাগ উপজেলায় শ্রেউষ্ঠ স্কুল নির্বাচিত হলেন সেনবাগ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। অভিনন্দন।ক শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হলেন সেনবাগ সরকারী কলেজ। সবার জন্য শুভ কামনা।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”আমাদের বাণী-আ.আ.হ/মৃধা” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।