নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় সেনবাগ পাঠাগার তারুন্যের অপর নাম।নানা রকম সামাজিক সামাজিক সাংস্কৃতিক মানবিক কাজে তারা সমান তালে এগিয়ে যাচ্ছে দৃঢ় প্রত্যয়ে।
তথাকথিত তারুন্যের উম্মাদনায় যখন এক শ্রেনীর যুব সমাজ মাদকাসক্ত, অনলাইনের দোহাই দিয়ে বই থেকে দূরে তখন সেনবাগের শিক্ষিত,অধ্যায়নরত তরুনেরা সেনবাগ পাঠাগার নিয়ে করে যাচ্ছে নিরলস পরিশ্রম। রাজনৈতিক সংগঠন যখন অনুদানে টুইটুম্বুর সে সময়ে অরাজনৈতিক সংগঠন লড়াই করছে টিকে থাকতে। ধর্ণা দিচ্ছে শিক্ষিত সুধী জনের কাছে।ইতি মধ্যে অনেক শুভানুধ্যায়ী এগিয়ে এসেছেন। সম্প্রতি নুসরাত জাহান  রাফি’র হত্যাকারীদের ফাঁসির দাবীতে করেছে মানব বন্ধন।সেখানে সেনবাগের আরো সংগঠন সাধারন জনতাও এসেছিলেন প্রতিবাদ জানাতে।এর পরই এলো পহেলা বৈশাখ।সেনবাগ উপজেলা চত্বরে আয়োজিত বৈশাখী মেলায় অন্য বারের মতো ছিলো বইয়ের পসরা নিয়ে সেনবাগ পাঠাগারের স্টল।সে স্টলে সেনবাগ উপজেলা প্রশাসন, শিক্ষক সমাজ,শিক্ষার্থীরাও এসেছিলেন।
বইয়ের পাঠাগার,সেনবাগ পাঠাগারে বই নিয়ে এসেছেন মুক্তি যোদ্ধা কমান্ডার,এসেছেন সেনবাগ লেখক ফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা, কবি,লেখক,সাহিত্যপ্রেমী সর্বজন সুধী বয়োজেষ্ঠ্য চির তরুন জনাব আবু তাহের।তিনি সেনবাগ পাঠাগারের সভাপতি জুলফিকার জয়ের হাতে তুলে দিলেন অনেক গুলো বই।আশাকরি সবাই যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসবেন সেনবাগ পাঠাগারের উদ্যোমী তরুনদের পাশে।সাহিত্যমনা শিল্পপতিদের কেউ দায়িত্ব নেবেন এই তরুনদের প্রতিষ্ঠান সেনবাগ পাঠাগারকে।ভুলত্রুটি শুধরে দেবেন অগ্রজরা। ধন্যবাদ যারা এগিয়ে এসেছেন, শুভেচ্ছা সবার জন্য।তাহমিনা রীতাদের স্বপ্ন সফল হউক।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://web.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।